রাষ্ট্র তবে কি জানে?
কাঁটাতারে ঝুলন্ত নিষ্প্রাণ দেহের আত্মকথন!
পঁচে-গলে-ক্ষয়ে পড়া লাশের গন্ধ চারদিক,
ক্ষোভ ঝেড়ে ঝেড়ে যার মৃত্যু!
বেঁচে থাকার বয়স তখনো ফুরোয়নি,
অথচ প্রাণে বহমান নিঃশ্বাস
এখন তা অ-নে-ক অ-তী-ত নিঃশেষ।
রাষ্ট্র তবে কি জানে?
বাংলার বুকে অদ্যাবধি পাকিস্তানি বীভৎস আত্মা
এখনো হেঁটে বেড়ায় টেকনাফ থেকে তেঁতুলিয়া!
ওরা, বেঁচে থাকে আমাদের মৃত্যু দেখবে বলে;
অর্জিত স্বাধীনতা বহু ত্যাগে-
এখানে ওদের বিচরণে শেকল পড়ুক পদে পদে।
রাষ্ট্র তবে কি জানে?
জাতির মাথা কেটে ফেলার নৃশংস ছকে
বহু পায়ের পায়তারা ভিন্ন ভিন্নরূপে অবিরত!
আরো একটি ১৪ই ডিসেম্বর ধীরে ধীরে
মুক্ত-বিবেকের গলা কেটে-
মস্তক বিহীন দেশ তাদের নকশা।
রাষ্ট্র তবে কি জানে?
কাঁদানে গ্যাসের শেলে নিষ্প্রভ চোখের বেদনা!
প্রখর সূর্যরশ্মির যন্ত্র যখন কালো সানগ্লাস,
সকল বেলার আলো এখন ঘন কালো।
দৃষ্টির দৃশ্য এখন সত্য অদৃষ্ট,
অনুভূতির জগৎ ছুঁয়ে যার মিথ্যা বসবাস।
রাষ্ট্র তবে কি জানে না?
নাগরিক বিবেক ফাঁকি, সংবিধানে নেই!
চোখের কর্ণিয়ায় জমতে থাকে ঘটনা,
প্রতি পাতায় ক্লিকে ক্লিকে আটকে যায় দৃশ্য।