উচ্ছ্বাসে দেখি উল্লাসে দেখি
বিজয়ের আহ্বান
জরা-মৃত্যু-ধ্বংস স্তুপে দেখি
নতুনের নির্মাণ।
ক্রান্তি লগ্নে মৃত্যু-পাঞ্জা দেখি
ভয়ে পালাবার পথ খোঁজে
উত্তাল সমুদ্র ভয়ার্ত নাবিক দেখি
গন্তব্যে নোঙর নক্ষত্রের নেভিগেশন বুঝে।
ঘন কালো বৃদ্ধ মেঘের আবডালে দেখি
সরল সূর্যস্নানে শ্যামলে শ্যামল ধরিত্রী
বানে ভাঙ্গনে সর্বশান্ত কৃষাণী দেখি
নব উদ্যমে ধৈর্য-শ্রমে মৈত্রী।
দামি কলম ভাঙ্গা বলপেনে দেখি
রবীন্দ্র-নজরুল-সুকান্তের উঁকি
পাম তেলের তুলিতে দেখি
ক্যানভাসে ক্যানভাসে জয়নুলের আঁকা ঝুঁকি।
ঈশানের তাড়ায় কালবৈশাখে দেখি
ধুয়ে মুছে সাফ পৃথিবী
পরমাণু বোমা ভেঙ্গে দেখি
সিরিয়া-ফিলিস্তিন-লেবানন হাসে আগামী।
সহিংস সমুদ্রের রক্তপাতে দেখি
মানুষ হয় মানুষের তরে
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান দৃঢ় বন্ধনে
কাঁধে রেখে হাতেহাত একে অপরে।
দুর্নীতির জাল প্রশ্ন-ফাঁসের ফোঁকরে দেখি
কোন এক কিশোর সারাদেশে শিরোনাম
দলিত দুর্বার ভাঙ্গা ঘাড়ে দেখি
অহিংস এক পৃথিবীর নাম।