জানালার পাশে বসে আছি;
দৃষ্টি থাকে জানালার কাঁচ ভেদ করে
রেলের লাইন ধরে প্রকৃতির কাছাকাছি!
প্রকৃতির নিবিড়তা মুগ্ধস্বভাবা ঠিক
তবুও মুগ্ধতা যেন আমাকে জানায় ধিক!
শুন্য দৃশ্যান্তরে যদিও দেখি
লক্ষ কোটি তারার কোটিকল্প,
তবুও যেন নিকষ কালো রাত্রিচরে
আমার আকাশে তারা খুব অল্প।