-জেগেছে?
-কি?
-ঘুম!
-হুম।
-তাহলে চলো!
-কোথায়?
-ঘাসফুলের বিছানায়!
-কতকাল?
-অনন্তকাল!

-বড্ড ভয় করে যে!
-দ্যাখো, সাক্ষ্য রূপোলী চাঁদ, ভেসে বেড়ানো মেঘেদের পালকি, দলবেঁধে কত জোনাকের খে.....
-বেশ হয়েছে! আর পটাতে হবে না!
-তাহলে ভাসাও, যে জলের কোন কিনার নেই!
-আজ আমি-ই জল।