আমি এক অদম্য যাত্রী,
এগিয়ে যাই অগ্রে যদিও তিমির রাত্রি।
আমায় দেখলে শঙ্কিত হয় মরণ,
দুর্গম পথ পাড়ি দিতে প্রস্তুত পদাঙ্ক অনুসরণ।
আমি এক দুর্বার শক্তি,
বজ্র বজ্রে ধ্বনিত হয় মুক্তির উক্তি।
মৃত্যু বরণেও ফিরে আসি বারবার,
সব বাধার দেয়াল ভেঙে করি ছারখার।
মানি না কোনো অন্যায় আর রুদ্ধ শিকল,
ছিন্ন ভিন্ন করে আনি শাশ্বত মঙ্গল।
আমি এক উদীয়মান তরুণ,
সহস্র প্রাণ করি জাগরণ।
নক্ষত্রের ন্যায় থাকি চির দীপ্তিমান,
গৌরবের শৃঙ্গ তুলি আকাশ সমান।
মানি না কোনো শোষণ আর অত্যাচার,
সব ভেঙে করি অদৃশ্য নিরাকার!