নদীর স্রোতে ধ্বনি ছড়ায়,
পাহাড় খুশি ঝর্ণা ধারায়,
মৌমাছির ঐ মধু বনে,
বিজয় হাসে ঐকতানে!
বৃক্ষলতা ঢুলছে ফলে,
পাখিরা সব গাইছে মেলে,
নৃত্যে জ্যোৎস্না আলোয় ভাসে,
পাক বধের বিজয় শেষে!
অর্ক দোলে প্রভাত ক্ষণে,
লাল সবুজের পতাকা প্রাণে,
সাভারের ঐ সৌধ তলে,
বিজয় সারি দলে দলে!