তোর হৃদয়-আকাশ জুড়ে গাঙচিল
উড়ুক আমার গল্প হয়ে,
চন্দ্রনাথ পাহাড় চূড়ায় মেঘ
ভাসুক আমাদের গান গেয়ে!
যতখানি মেঘে মেঘে ছেয়ে যায় পাহাড়,
ঐ মেঘপাল জুড়ে হোক আমাদের ছোট্ট ঘর!
ঢালু পথ কোলে হোক সখের বারান্দা,
দু’টো মুখে ঝরে পড়ুক ঐ দূর চন্দ্রিমা!
পাহাড় আর পাহাড়ের সবুজ ডালতলে,
পাখি সব বাসা বাঁধুক মহা মিলনে!
ঝিরিপথ বেয়ে নামুক উষ্ণ ঝর্ণাজল,
চূড়া থেকে সুখ পড়ুক যা ছিল বাসতল!