বহিয়া বেরায় হৃদয়ের
নানা রকম কষ্ট,
কষ্ট কষ্ট করিয়া
জীবনটাই করেছি নষ্ট ।
না পারি সহিতে
না পারি কহিতে,
মনেতে রাখিলে কথা,
ঝড়ে শত হাহাকার
যন্ত্রনা ব্যাথা ।
কলিজা পুরিয়া ছাই,
এই অগ্নিদগ্ধ হৃদয়
কহারে চিরিয়া দেখা ।
দিনে কষ্ট রাতে কষ্ট-
কষ্ট সারাটি জনম ভর,
কষ্ট কষ্ট করিয়া জ্বলে পুরে ছারখার
মনেরই ছোট্ট ঘর ।
এই কষ্টের মাঝে হিংস্রদানব
হঠাৎ ঝড়ের বেগে,
অশান্ত মন মহাতান্ডবে কর তছনছ
হাড়িয়ে আত্নবিস্বাস
উথালপাতাল যায় রেগে ।
হঠাৎ বিধ্বংসী ক্ষোপ
পাশান মনের লোভ
পাপের কাছে নত করে শির
সহসাহ ভেবে যায় মন
অজানা যন্ত্রনায় বারবার স্থীর
যেন তরোয়ারের আঘাতে
ক্ষত বিক্ষত বীর ।