ভালোবাসা কারে কয়
         জানলো না তো কেহ,
ভালোবাসা দিয়ে তৈরি
           এই মাটির  দেহ ।
ভালোবাসা নয় কোন
           আঘাত,ঘুশি,কিল-
ভালোবাসা দিয়ে তৈরি
            এই মাটির  দিল ।
ভালোবাসা মানুষকে
       একটু হাসায়,একটু কাদায়-
এটাই ভালোবাসার রীতি ।