আমার  এই কলম
      থামবে না ।
উরন্ত গতিতে চলবে
    আমার  এই কলম
তবুও থামবে না ।
যতদিন অত্যাচারিদের অত্যাচার
          চলবেই,
ততদিন আমার এই কলম
অত্যাচারিদের বিরুদ্ধে কথা
         বলবেই ।
ট্রেন চলার দ্রুত বেগে চলবে
        আমার  এই কলম
তবুও থামবে না ।
        আমার  এই কলম
তরোয়ালের মতো ধারাল
          বুলেটের মতো শক্ত,
আমার  এই কলম ক্ষুণিদের
     ক্ষতবিক্ষত করে
  হৃদয় থেকে ঝড়ায় রক্ত ।
ফুলের মতো নিঃপাপ,নদীর মতো শীতল
          আমার  এই কলম
অন্যায়কে করেনা ক্ষমা,
         স্নেহের পরশে আমার এই কলমে
রয়েছে মধুর প্রেম জমা ।