ডিসেম্বরের মানে রক্ত ঝড়া নয়টি
               মাস-
ডিসেম্বরের মানে ভোরের কুয়াশা
   শিশির ফোটা সবুজ ঘাস ।
ডিসেম্বরের মানে অগ্ণিশিক্ষার দগ্ধদহন
      মায়ের চোখের জল,
ডিসেম্বরের মানে ঊষার আলো
      পাখির কোলাহল ।
ডিসেম্বরের মানে মুক্তির বার্তা
     রক্ত ঝড়ার অবসান,
ডিসেম্বরের মানে আনন্দ অশ্রু
    চির উল্লাসের গান ।