মাতৃভূমি আমার মাতৃভূমি
দিয়েছ স্বাধীনতা জম্নতুমি
মাতৃভূমি আমার মাতৃভূমি ।
শত দঃখ বেদনা পেরিয়ে
৩০লক্ষ মা-বোনের ইজ্জতের বিনীময়ে
দিয়েছ স্বাধীনতা জম্নতুমি,
মাতৃভূমি আমার মাতৃভূমি ।
প্রজাপতি উরে সব
পাখি করে কলরব
সবুজ মাঠে সুর তোলে
রাখালের বাশি...
আমি ভালোবাসি আমি ভালোবাসি
আমার মাতৃভূমি,
রং আর রূপে কত
সুন্দরি তুমি ।