ছোট্ট বেলায় কলমে যখন
দিয়েছিল হাত,
প্রতিজ্ঞা করেছিল কবি
গুরু রবীন্দ্রনাথ ।
এই কলম যখন
এসেছে আমার হাতে,
জীবনে-মরনে থাকবে
আমার সাথে ।
এই কলম যে আমার মায়ের
ভাষা লিখতে জানে,
এই কলম থাকলে শান্তিলাগে
মোর প্রানে ।
এই কলমের কালি দিয়ে
কবিতার মন খুজে পায়,
এই কলমের কালি দিয়ে
মনের ভাব প্রকাশ করা যায় ।
এই কলমের প্রেমে
পরেগেছি আমি,
এই কলমের দাম যে
সোনার চেয়েও দামি ।