সুপ্রভাত হে বন্ধুবর
সূর্য রাঙা অপরূপ এই বাংলায়।
যেখানে সহস্র শিশির বিন্দু জমে আছে
দুর্বা ঘাসের গা'য়।
ঘন কুয়াশায় ঢাকা মেঠো পথ
সূর্য উঠছে ফুটি।
ঘন কলরব, পাখি দলে সব
ধরে কুয়াশার টুটি।
মাঠ ছেয়ে যায় হলুদ বানে
সরষে দোলে ক্ষেতে।
মৌমাছিরা গান গেয়ে যায়
উল্লাসে আজ মাতে।
বাংলা গায়ের সবুজ ক্ষেতে
কাক ডাকা সব ভোরে।
ধানের শীষে শিশির বিন্দু
মুক্তো হয়ে ঝরে।
মেঠো গায়ের বাঁকা পথে
খেজুর গাছের সারি।
শীত এসেছে শীত এসেছে
দুলছে গাছে হাড়ি।
খেজুর রসে উঠলে ভরে
কাঁচা মাটির হাড়ি।
দুষ্ট ছেলেরা ফাঁদ ফেঁদেছে
করবে রাতে চুরি।
বাংলা বধু করবে পিঠে
খেজুর গাছের রসে।
তুমিও খাবে আমিও খাব
গোল হয়ে সব বসে।
বাংলা মায়ের আঁচল পাতা
শিশির ভেজা ঘাসে।
এমন রুপ আর পাবেনা ভাই
খুঁজলে সকল দেশে।