আমার এই পৃথিবীর রঙ ধুসর কালো
নয়তো সে লাল,নীল,বেগুনী
শুভ্র বরফখন্ডের মত।
এই পৃথিবীর সকল রূপ,রস,গন্ধ
আমার দু-কানে বেজে চলা
এক টুকরো শব্দ যত।
গাছে গাছে ডাকছে দোয়েল, শালিক, কোকিল
কত শত মিষ্টি সুরের পাখি
কি রূপ তার? কি ই বা তার গাঁয়ের বরণ?
ডোরাকাটা? নাকি লালচে বাদামী?
কিছুই দেখিতে না পারি।
কিভাবে দেখিব বল ভাই?
অন্ধ যে মোর এ দুটি আঁখি!
আমের মুকুল কিংবা সরিষা ক্ষেতের হলুদ প্রান্তর
এ নাকি সৌন্দর্যে অপার?
গন্ধে-শব্দে করি অনুভব সকলি
দেখিতে পারিনা শুধু রূপ তার।
রংধনু, শুনেছি সপ্ত রং নাকি তার?
কমলা, হলুদ, লাল, নীল,বেগুনী রং যত
দেখিতে পারিনি কখনো এ রঙের বাহার
রংধনু?সে তো কানে শোনা একটি শব্দ মাত্র।
শব্দের মাঝে আমি খুঁজে ফিরি
ধরণীর সকল সৌন্দর্য,কোলাহল, স্তব্ধতা
করেনি কখনো বিমুখ, এ শব্দ আমায়
এখানেই খুঁজে পাই আমি জীবনের
সকল স্নেহ, মায়া আর মমতা।
বিধাতা দেয়নি এ চোখে আলো আমায়
তবে কি আমি নিরুপায়?
দেখে চলেছি এই ধুসর কালো,
আর মলিন পৃথিবী
আমার মনের জানালায়।