স্বাধীন দেশের স্বাধীন ভূমে
আমরা সবাই পরবাসী।
আপন গৃহে আপন রাজা
তবুও মোরা দাস-দাসী।
সীমান্তে আজ মরছে মানুষ
দিগ্বিদিক গুলি খেয়ে
শালারা সব উড়ায় ফানুস
আমরা থাকি লাশ হয়ে।
শরম-লজ্জা গেছে উবে
ফেলানীর ওই রক্ত-জলে
পুরুষ পুরুষ আওয়াজ তুলি
কাপুরুষের ছায়াতলে।
সীমান্তের ওই কাঁটাতারে
ঝুলছে যে লাশ বারে বারে
বুঝতে পারো লাশটা যে কার?
আমার ভাইয়ের আমার বোনের।
রক্তে কেনা স্বাধীনতা
দেব না আজ বৃথা যেতে
যতই থাকুক পরদেশি
শত্রুরা সব ওত পেতে।