ঝুম ঝুম বৃষ্টিতে,
একরোখা দৃষ্টিতে;
আমি শুধু চেয়ে আছি
মনোহর সৃষ্টিতে!
ঝোড়ো হাওয়া বয়ে যাবে
গাছ গুলো সয়ে যাবে।
আমার দৃষ্টি ওতে রয়ে যাবে;
এ মনের ব্যাকুলতা
ধীরে ধীরে ক্ষয়ে যাবে।
এ দমকা হাওয়াতে
যদি তুমি থাকো পাশে।
চেয়ার টা পেতে দেব
জানালার পাশ ঘেঁষে।
হিমেল হাওয়ার পরশে তে
রবে তুমি নীরবে;
মুখখানি গোমড়ানো
কফি হাতে আছো চেয়ে!
বজ্রের শব্দেতে
কান গুলো যাবে ঢেকে।
মুহু:মুহু বিজলি তে
হৃদয়টা কেঁপে উঠে।
এ মন আজ ছেয়ে গেছে
বুক ভরা বিষন্নতা তে;
আমি তবু চেয়ে আছি
তোমারই মুখপানে।
অবশেষে এ ঝড় থামবে যবে
মনটা একটু শান্ত হবে।
চেয়ার টা শুধু রবে পড়ে
অবহেলা আর অযত্নে।
তুমি সেই কবে হারিয়ে গেছো
লোকচক্ষুর অন্তরালে;
কেন তবে এই বৃষ্টি মাঝে
স্মৃতি হয়ে ধরা দিলে?
চকচকে পাতায় ঝিলিক সাজে
সূর্য যখন উঠবে ফুটে;
হাসবো আমি আপন মনে
তোমার কথা ভেবে ভেবে।
আবার কবে বৃষ্টি হবে?
আসবে তুমি স্মৃতি হয়ে।
বসবে আবার জানালার ধারে
মায়া জড়ানো ওই চেয়ারে।
সময় সাগরে ডুব দিয়ে আজ
রইলাম তবে ওই আশাতে।
ঘড়ির কাটা গুলো চলছে বেজে
বিজয়িনী র হাসি হেসে!