মাগো তোমার ছোট্ট ছেলে যাচ্ছি অনেক দুরে
কাঁদিস না আর মুখ লুকিয়ে, আসবো না আর ফিরে।
যেতে হবে অনেকটা পথ, দুর আকাশের পানে
কাঁদিস না মা মুখ লুকিয়ে তীব্র অভিমানে।
আমি যে তোর ছোট্ট ছেলে দুষ্ট ছিলাম ভারী,
যাচ্ছি আজি অনেক দুরে করিস না তুই আড়ি।
ছোট্ট সোনা মানিক তোমার সাত রাজার ধন,
কে আছে মা তুই ছাড়া আর দুনিয়ায় আপন?
যত্নে রাখিস মাগো আমার খেলনা কাঠের গাড়ি
যাচ্ছি আমি অনেক দুরে ফিরবো না আর বাড়ি।
লুকিয়ে রাখিস পাতার চশমা মাচার ঘরের কোণে,
অনেক শখের জিনিষ আমার, কেউ না যেন জানে।
ছেড়ে দিস মা আমার পোষা, খাঁচার অচিন পাখি
দুর আকাশে মেঘের ভিড়ে হবে আমার সাথী।
দুজন মিলে বলবো কথা মেঘের ভেলায় ভেসে
দুর থেকে তুই শুনবি মাগো, মরবি কুটি হেসে।
আমার সাধের মন্ডা-মিঠাই রাখিস শিঁকেয় তুলে
দেখিস আবার পিঁপড়ে খাবে ঢাকনা দেওয়ার ভুলে।
করলে চুরি দুধের বাটি দুষ্টু বিড়াল কিটি
মারিস না মা; ও যে ছিল আমার খেলার সাথী।
আকাশ জুড়ে জ্যোৎস্না-তারা জ্বালবে যখন আলো
ভাববে মাগো ওদের সাথে আছি আমি ভালো।
চাঁদ দেখে তুই কাঁদিস না মা, আমার কথা ভেবে
আসবো না আর ফিরেই যখন কাঁদলে কি লাভ হবে?