এখনো প্রভাত আসেনি এখানে
ফোটেনি সূর্যের কাঁচা রঙ।
জাগেনি কোন পাখির দল
বাজেনি এখনো ঘন্টার শব্দঃ ঢং।
অন্ধকারের সুদীর্ঘ পথ পেরিয়ে
কাটেনি বহু প্রতীক্ষার রাত।
আলো-আঁধারের চিররহস্য ভেদিয়া
এখনো জাগেনি চির মমতায় মাখা হাত।
জোনাকিপোকার দল উধাও হয়েছে হঠাৎ
হারিয়েছে আলোর রোশনাই।
চিরচেনা পথে আজ হাটিয়া বেড়াতে
অন্ধকারের বাধা পাই।
মুছে গেছে আলোর শেষ স্মৃতিচিহ্ন টুকু
কৃষ্ণ গহ্বরের অতল বক্ষে।
সারা পৃথিবীর স্বর নিশ্চুপ আজ
চেয়ে আছে শীতল চক্ষে।
জ্যোৎস্না নামেনি আজো এ ধরায়
চারিদিকে শুধুই নিকষ কালো।
অন্ধকারে হয়েছে চির-মলিন
চাঁদ-জ্যোৎস্নার আলো।
সুদীর্ঘ অন্ধকারের রাত ভেদিয়া
একদিন নিশ্চয় প্রভাত হবে।
হিংসে-বিদ্বেষ ভুলিয়া যেদিন
মানুষে-মানুষে ভেদাভেদ নাহি রবে।