সেদিন নাকি তোমাকে কয়েকটি তাঁরা দেখেছিলো
বসে বসে কি যেন ভাবছো
বলবে? কি ছিল তা! নাকি আমার কথা!
ওগো! সেদিন আবার কয়েকটি পরী
দেখেছিলো তোমায় সমুদ্র স্নানে
কাকে যেন ডাকছিলে স্নিগ্ধ গানে
তা কি আমায় ছিলো প্রিয়তা!
সেদিন আবার রিকশাওয়ালা জুনুর বাপে
দেখেছিলো দাঁড়িয়ে আছো রৌদ্রের প্রচন্ড তাপে
তা কি আমার অপেক্ষায় ওগো সুহাসিনী!
সেদিনইতো আমার কবুতরটা বলিলো মাঝরাতে
তুমি নাকি কার নাম লিখেছো ডায়রিতে
তা কি আমার নাম ছিলো ওগো স্বপনচারিনী!
তোমার সাথে জোছনা রাতে
দেখা হয়ছিলো হয়তো কোনো এক রাস্তায়
হয়তো চেয়েছিলে একটু কথাও বলেছিলে
তবে হয়নি আত্মীয়তা আত্মায় আত্মায়।
তুমি আমার একান্ত কাছে তবু বহুদূর।
সবাইতো দেখিলো শুনিলো গলার সুর
কবে আমি আমার হাতে তোমায় পরাবো নূপুর।