তুমি কাঁদলে শিশুর মতো লাগে
তুমি হাসলে চাঁদের মত লাগে
আর তুমি নেকামি করলে নদীর মতো লাগে
তুমি ভালোবাসলে সাগরের মতো লাগে
আর চুপ থাকলে পাহাড়ের মতো লাগে।
তুমি হাঁটলে তোমার মতো লাগে
তুমি রাগলে তোমার মতো লাগে
তুমি অভিমান করলে তোমার মতো লাগে।
তুমি কাছে থাকো কিংবা চলে যাও দূরে
তোমাকে তোমার মতোই লাগবে
তুমি নিষ্পাপ, তোমার তুলনা হয় না।