দিগন্ত রঙিন, ফ্যাকাসে পথ
দেয়ালে দেয়ালে দানবের শপথ,
নির্বিকার ভিতু পথিকের নিতর দেহ
শিরায় শিরায় ঢেউ খেলে অম্বর মোহ।
এতসব একসাথে আঁধার রাতে
নিস্তব্ধ এভাবে কতদূর, কতক্ষন আর সূর্যাস্ত হতে।

একাকিত্বে নিমগ্ন হৃদয়
ক্লান্তির নোনা জল,
সাদা-কালো ডিসপ্লেতে
হিপোক্রেটিক কোলাহল।

দিগন্ত রঙিন, ফ্যাকাসে পথ
দেয়ালে দেয়ালে দানবের শপথ।
দূরত্ব যাই হোক, দুর্যোগ কিংবা দুর্গম
কম্পিটিশন কিংবা অস্থিরতা ভাবনার নয়
অ্যাম্বিশন আমি যেতে চাই, যেতেই হবে।সময়-
আমারই হবে ,এখন যদিও নয়।