পাঠশালার সুরে সুরে শিখি আমরা মজা করে,  
হাসি খুশি তালে তালে, জ্ঞান জমে সোনার ভাঁড়ে।  
রংতুলিতে আঁকি স্বপ্ন, বইয়ের পাতায় জ্ঞান,  
দেখো দেখে শেখার মাঝে কত যে আনন্দ গান।    
খেলতে খেলতে শিখবো আমরা,  
বন্ধুর মতো সবাই।  
জানবো নতুন, শিখবো ভালো,  
আলো হবে ভুবনজুড়াই।  

আকাশ বলে, উঁচু চলো,  
নদী শেখায়, বয়ে যাও।  
গাছের মতো বড় হয়ে  
ছায়া দেবে, আলো দাও।  


খেলতে খেলতে শিখবো আমরা,  
বন্ধুর মতো সবাই।  
জানবো নতুন, শিখবো ভালো,  
আলো হবে ভুবনজুড়াই।  

একসাথে মিলে গাইবো গান,  
প্রাণ ভরে জ্ঞান করবো দান।  
শেখার পথে চলার মজা,  
জীবন হবে আলোয় ভরা।  

খেলতে খেলতে শিখতে শিখতে  
হাসি আসুক মুখে।  
শিক্ষার আলো হৃদয় ভরে  
ভালোবাসার সুখে।