রূপান্তর
এম আর চৌধুরী আশিক
ডানায় সুতো বাঁধা আর গোলক ধাঁধার ঋতু
নিমিষেই হোক নিরুদ্দেশ।
স্বচ্ছ আকাশ মুক্ত বাতাসের ফাগুনে
উদ্ভাসিত উদ্ভাবনী পুষ্পস্ফুটিত হোক কাননে।
আজ-
আত্মার মুক্তিতে চিত্তে চেতন স্বাধীনতা সর্বত্র
মানবিকতা, সুসভ্যতা পিছিয়ে নেই মুক্তির আবরণে।
মানুষের পৃথিবীতে মানুষের আগমনে
শান্তির অবতার অবতারণায় ধন্য মানব জাতি
সহিংসতা ভুলে আজ জপো সম্প্রীতির মন্ত্র, স্বাধীনতা সর্বত্র।
স্রষ্টা আনন্দিত সৃষ্টির উল্লাসে
সবাই স্বদেশ স্রষ্টা সৃষ্টিকে ভালোবাসে।
শুকরিয়া শুকরিয়া দয়াময়ের দয়ার
হাতে হাত রেখে বর্ণ,জাত ভুলে খুলে দেই
শান্তি সম্প্রীতির দুয়ার।
দেশ কোনো গোষ্ঠীর নয় কারো একার নয়
পাহাড়-সমতলের কূলে উপকূলের সর্ব সাধারণের
দেশ গণ মানুষের,দেশ-প্রেমিকের,
মালিক শ্রমিক নয়, মন্ত্রী-তন্ত্রী নয়, নাগরিক পরিচয়।
নতুন কোনো গ্রহ নয়,আগেরই সব শুধুমাত্র রূপান্তর
পৃথিবী জুড়ে এ রূপান্তরে বহিবে মানুষের তরে যুগ-যুগান্তর।