তারে‌ খেলতে না দিলে
চুরি করতে দাও!

তারে উড়তে না‌ দিলে
মাটিতে পুঁতে দাও‌!

তারে‌ হাসতে না‌‌ দিলে
পৃথিব‌ী পুড়িয়ে দাও‌

তারে বলতে দাও লিখতে দাও
তারে গাইতে দাও ।
তারে‌ তার মতো বাঁচতে দাও‌।

পৃথিবী মানুষের হোক
মানুষকে মানুষের মতো থাকতে দাও।