ফিলিস্তিনি শিশুদের রক্তে বাঁচত রক্তশূন্যতায় মরে যাওয়া এক পৃথিবীর লোক
ফিলিস্তিনিদের রক্তে লাল করা যেতো কয়েকটি সমুদ্র।

তাদের প্রাণ কি মানুষের প্রাণ নয়
তাদের রক্তের কি কোনো মূল্য নেই।
জীব হত্যা মহাপাপ, ওরা কি জীব নয়
তোমরা কি পাপি নয়?
স্রষ্টার সৃষ্টিকে যারা ভালোবাসে না তারা স্রষ্টাকেও ভালোবাসে না
তোমরা কি তোমাদের স্রষ্টাকে ভালোবাসো না?

এই পৃথিবীর বাকি সব মানুষগুলো কি এই মরণ খেলার দর্শক।
এ কেমন রাক্ষসপুরী এ কেমন খেলা?
মৃত্যুর কোলে জন্ম নেয় তারা,এভাবে আর কত
তোমরা কি বুঝো না যদি ঐখানে তোমার জন্ম হতো, কেমন হতো?

আমি আর পারছিনা, কোনো মানুষ পারবেনা
ঝরে পড়ে অজস্র মানুষের প্রাণ,নিষ্পাপ শিশুদের মরণ যন্ত্রণা
আর দেখতে চাইনা, কোনো মানুষ চাইবে না।

আমি কতবার তাদের নিয়ে ব্যথিত হয়েছি,মর্মাহত হয়েছি,
লিখতে গিয়ে ভাষা হারিয়েছি,বলতে গিয়ে চুপ হয়েছি।অজ্ঞান হয়েছি ভেতর থেকে কতবার
কোনো মানুষের জন্য এমন পৃথিবী হতে পারে না। যেখানে মানুষের নিরাপত্তা নাই।
পৃথিবীর সব মানুষ আমরন অনশন করুক মানুষের রক্ত বয়ে যাওয়া, প্রাণ কেড়ে নেওয়া বন্ধ অবধি। কি পারবেন তো?চলুন একসাথে মরি,একসাথে বাঁচি, প্রাণী হতে প্রাণের নিরাপত্তা নিশ্চিত করি।

নিষ্পাপ শিশুদের মুখে হাসি ফুটাই,চলো মানুষ হই।
পৃথিবী হেসে উঠুক,সবাইকে জানিয়ে দাও বুঝিয়ে দাও এটা মানুষের পৃথিবী কোনো রাক্ষসের নয়।

এম আর চৌধুরী আশিক
২২/০৩/২০২৪