নিস্তব্ধ আঁধারে মোমবাতির আলোয়
নিজের অন্তর্নিহিত ব্যাথা পুড়াবার প্রচেষ্টায়
নিজের কলিজা পোড়ায়!
এরা হতে পারে কারা?
হতে পারে জীবনের গ্লানি টানিতে ব্যর্থ
হতে পারে কোন সংসার বিচ্ছিন্ন
হতে পারে পথভ্রষ্ট, কোন নামহীন কষ্টে আবিষ্ট
এরা হতে পারে তারাই।
এরা জীবন চিনতে পারেনি চিনতে পারেনি সত্তা
এরা খুঁজতে পারেনি আত্মসুখ, বুঝতে পারেনি কেন সৃষ্টি আত্মা।
ওরা হারিয়েছে বিবেক বিষাক্ত হাওয়ায় হারিয়েছে নিজস্বতা
শয়তান তাদের কুঁকড়ে দিয়েছে এতেই তাদের ব্যস্ততা
ওরা ফিরে আসুক হোক উৎসুক
চলো আমরাই খুলি তাদের অন্তঃচোখ।