জীবন্মৃত আত্মা
পাষানবৎ সত্তা
ভুতুড়ে শহর, গিরগিটির রাজত্ব।
ছেঁড়া মগজ,রক্ত শূন্যতা,
কুকুরের চামড়ার রাস্তা
তিমির গহিন,অশালীন অস্তিত্ব।
নির্ঘুম, নিষ্প্রাণ, নগরী নিস্তব্ধ
নির্জীব পৃথ্বী নিঃশব্দ,লাশের আর্তনাদই শব্দ।
শব্দহীন নদী,পালহীন তরী,বায়ু অবরুদ্ধ
মৃত্যুর সাথে জীবনের যুদ্ধ।
মৃত আত্মার মাগফেরাত চাও,মৃতরাই ক্ষুব্ধ। আত্মকেন্দ্রিক হতে হতে আত্মার সাথেই বিরুদ্ধ।
সৃষ্টির ঠাঁই শুধু স্রষ্টায় আদ্যোপান্ত
তিনি চিরঞ্জীব, চিরন্তন সত্য
পৃথ্বীবৎ মনুষ্যত ভবিষ্যত কিয়ামত!
১ সেপ্টেম্বর ২০২৪
রাত ৪ টা