মগজে ব্যথা বুকের তুফান বাড়ে রাত গভীরে
হাড়ে হাড়ে ব্যথা হাজারো কথা নিরবে চিৎকার করে
নির্ঘুম রাত কোমরে হাত দাঁড়িয়ে কোনো এক চত্বরে!
সেইদিন এইদিন যতদিন আছে
কতদূর বহুদূর যতদূর, কাছে
সবই যেন একইসাথে চলে আসে
বারবার মনে পড়ে!
কোথায় কখন কাহার সাথে কেটেছে কেমন সময়
কিসে কোথায় কত খরচ করেছি কত অপচয়
চোখের জলে ভিজানো বালিশ কখনো রাতের সাথী
পায়নি পেয়েছি যাকে যখন নিভেছে সুখের বাতি
সবই যেন উড়ায় আমায় ঠাঁই নাই কোথাও মন শুধু উড়ে।
বারবার মনে পড়ে
জ্বলে উঠে হৃদয় জ্বালা বাড়ে দহন খুব
হারামি সব উধাও থাকে আমি একা চুপ নিশ্চুপ
মন বলে তাই কেউ আপন নাই নয়নে অশ্রু ঝরে
মগজে ব্যথা বুকের তুফান বাড়ে রাত গভীরে।