কে আটকায়


মরণ উৎপাদন চলছে দেখো লাশগুলো ডাস্টবিনে
যুদ্ধ যুদ্ধ দেশ সংস্কার অধিকার মুক্তির যুদ্ধ
তরুণ তারুণ্যে মেতে উঠেছে, আলস্য ঘুমে
এখন তারা মুক্তির গান গায় নব উদ্যমে
টিয়ার বুলেট চাপাতি হারে,শক্তি দেশপ্রেমে
রক্ত-প্রাণ দিচ্ছে হেসে দেশকে ভালোবেসে।
হেসে হেসে মরে যাচ্ছে তারা পতাকায় মুড়িয়ে দেহ
এই প্রেম দেশপ্রেম,বেঁচে থাকার বাঁচিয়ে রাখার বিদ্রোহ।
তারা দেশকে বাঁচাতে মরতে মরতে বেঁচে যায়
কে আটকায়,কে আটকায়,কে আটকায়।
তারা এক হয়ে গেছে দুর্দিনে, বিজয় নিকটবর্তী নয় দুঃস্বপ্নে,দুর্বিনে।

২৮ জুলাই ২০২৪। রাত ১২ টা ৩১ ‌।