তুমার দুটি আঁখি
আমার আঁখিতেই রাখি
তুমিই কেন?  তুমি কি?
তুমাতেই ডুবে থাকি।

তুমার আঁখি, তুমার চোখে
আমার আমিকে পাই
তুমার আঁখি স্বপ্ন গগন
জীবনও খুজে পাই।

তুমার আঁখি মম হৃদয়!
অভয় দিয়ে কথা কয়,
তুমার আঁখি সজীব করে
আমার আনে জয়।

তুমিই আঁখি তোমায় আঁকি
তোমার আঁখিই আমার আঁখি
তোমায় থাকি আমায় আঁকি
আঁকাআঁকি থাকাথাকি!
বাকি রয় ঝাকাঝাকি!

দুটি আঁখি যদি দেখি
তবেইতো সুখে থাকি!
দুটি আঁখি!
দুটি আঁখি!