প্রতিদিন নানান দুঃস্বপ্নে আত্মার ভরাডুবি
দুঃস্বপ্ন!
অন্যের জীবন গড়তে গিয়ে নিজের জীবন নষ্ট
দুঃস্বপ্ন!
একাকীত্ব অতিরিক্ত
হতাশাগ্রস্তে নেশাগ্রস্ত
নেশাগ্রস্ত নেশাগ্রস্ত আমি নেশাগ্রস্থ
নাম নাম বদনাম
নিজের জীবন নষ্ট করার নাম দুঃস্বপ্ন!
আমার গান শুনে রাত জাগা পাখি
আমি একা বসে থাকি
মন উদাসীন!
মনে ব্যাথা নিরবতায় জমা
চোখ নির্ঘুম দুঃখের পরিসীমা কল্পনাহীন।
আমি আধারে ডুবে থাকি
ডিপ্রেশনের চুমা বিষন্নতার কপালে
আমি আগুন দেখি
শীতল হাওয়ার অন্তরালে।
ভাবনা জানা অজানায়
সীমানা অন্তহীন।
ক্লান্তির অবসান ঘটিয়ে ল্যাম্পপোস্টে রাখা চোখ
খুঁজে পায় মনে হাজারো অসুখ
দিন গুনে গুনে দিনের হয় শেষছুটি
মগজের আনাচে কানাচে প্রেমের খুনসুটি
গিটার হাতে তুলে বৃষ্টি ভেজা বিকেলে
পাখিদের নিয়ে বসাই গানের পালা
ভাসাই ভেলা স্নিগ্ধ ছোঁয়ায় বিলের জলে।
আমি আগুন দেখি
শীতল হাওয়ার অন্তরালে।
চোখ নির্ঘুম দুঃখের পরিসীমা কল্পনাহীন।
আমি আধারে ডুবে থাকি
ডিপ্রেশনের চুমা বিষন্নতার কপালে
আমি আগুন দেখি
শীতল হাওয়ার অন্তরালে।
নেই কান্না নেই হাসি নেই প্রীতি প্রেম চুপ নিশ্চুপ থাকি
আমার রাগ অভিমান দিঘির জলের মতো
কেউ বুঝে-না হৃদয় ক্ষত-বিক্ষত তপ্ত দুপুর
দূর বহুদূর শান্তি সুখ মন তবু উৎসুক হতাশার আড়ালে
বুক চিড়ে খায় শকুন মুখ নিয়ে যায় চিলে সকালে বিকালে
আমি শক্ত করে ধরে রাখি
আমি আগুন দেখি
শীতল হাওয়ার অন্তরালে।
ক্লান্তির অবসান ঘটিয়ে ল্যাম্পপোস্টে রাখা চোখ
খুঁজে পায় মনে হাজারো অসুখ
বুক চিড়ে খায় শকুন মুখ নিয়ে যায় চিলে সকালে বিকালে
আমি শক্ত করে ধরে রাখি