ধর্ষক তো দর্শনীয় নয় মশাল জ্বেলে দেখতে হবে
সত্যি যদি ধর্ষক হয় মৃত্যুদণ্ড পেতে হবে।
জোর করিয়া করলে কিছু ধর্ষণ কিংবা নির্যাতন বটে ,
অপরাধী জেনেও তাকে  করতে খালাস নরপশুরা ছুটে।
ব্যাশ্যার পোলা 'দ মারতে দুধের শিশু‌ পেলো?
হাত থাকতে হাত মারে না কেন লুব্রিকেটিং বালু!
রাষ্ট্রীয় আইনের পেছন মারে ধর্ষিতার অভিশাপ
কেমন আইন ? ধর্ষিতারও পাপ? শিশুটি তো নিষ্পাপ!
শুধু ধামাচাপা, মিথ্যে বিলাপ।আর কিছু নয়!

নিষ্পাপ শিশু ধর্ষিত হয় কবর তাকে বুকে লয়
সোনার দেশের সোনার ছেলে দিব্যি বেঁচে রয়।
স্রষ্টার আইনে সৃষ্টি চলুক ,ধর্ষকের বিচার হোক।



০৯-০৩-২০২৫