ছাতার সাথে ধাক্কা ছাতার
মাথায় লাগলো ছুট (আঘাত)!
বুকের মাঝে ধড়ফড়ালো
করলো মনটা লুট!
বৃষ্টির দিনে মিষ্টি মেয়ে
ফেললো আমায় ফাঁদে
আমিও যে কেন এক নিমেষে
দাঁড়াই প্রেমের ছাঁদে।
আহা! কেন ফেললো আমায় ফাঁদে!
আবার দেখো হাসলো যেনো
মিশে গেলাম গালে
গানের ছন্দ উঠলো ফুটে
ভেসে যাওয়ার তালে!
চোখ দুটি যেন মাসুমা খুব
ডুবায় প্রেমে ঠোঁট
আহা! করলো মনটা লুট!
এখানে Chut ( ছুট) ইংরেজি শব্দ যাট বাংলা অর্থ আঘাত।