নিরিহ কোমল
বিজ্ঞানী পরিমল
কাটে শুধু চুল

তার কোনো আবিষ্কারে
হয়নি কবু ভুল
এহেন কোনো ভুল!