তুমিও কি আমার মতো
আমার-
দুঃখের কোনো নাম নাই।
মনের কোনো রং নাই।
ব্যর্থতার কোনো উদ্দেশ্য নাই।
সব সময় ভুল পথে হাটি
এবার মস্তিষ্ক মেরামত করছি আগুন দিয়ে পুড়িয়ে।
আমি ভাবি-
একা থাকাই ভালো
এই পৃথিবী সুবিধার নয়
মানুষগুলো সব কুকুর হয়ে গেছে।
আমি মানুষের বিভিন্ন রং দেখেছি
কোনো রঙ্গেই সে পারফেক্ট নয়
আর মানুষের মতো রংটা বজ্রপাত তাও স্বার্থে।
মনে হয় মানুষগুলো যেন মানুষ নয়
তারা বর্ষার আকাশ।
আমি চাই -
কেউ আমাকে এতোটা ভালোবাসোক না
যতটা ভালোবাসলে আমি তার থেকে দূরে যেতে হয়
তাকে ভালো রাখার জন্য।
এতোটা ভালোবাসোক না
যতটা ভালোবাসলে আমার প্রতি-
ঘৃণা জন্মায় অকারণে।
তুমিও কি আমার মতো
যারে ভালোবাসি সে যদি-
কলিজা টুকরো টুকরো করে খায়
তার পরেও ভালোবাসি।
তুমিও কি আমার মতো?
ডুবে যাওয়া পাখির মতন ডুবে আছি
মস্তিষ্ক ধরে শুধু বায়না মন চায়না বেঁচে আছি
বেঁচে থাকি বেঁচে থাকো
সময় বদলাবে এ সময় শেষ নয়।