মানুষ কেন মিথ্যাকেই বিশ্বাস করে সহজে
সত্যকে কেন নয়?

বিষন্ন হৃদয় পায় ঘুমে ঠাঁই
দুর্লভ তা যা খুঁজে যাই
দুষ্ট শক্তি দুঃখ দিলে
মন উড়ে যায় নীলে
সবাই মিলে দুঃখ দেয়,
বড় অসহায়
প্রচন্ড ব্যর্থ মানুষ পড়ি তবু
আলস্যে মায়ায়,
নিজের জন্য সময় নাই কবু,
অবদান অস্বীকার
উপহাসে বলে সবে
মদনমোহন তর্কার-ই।

নিজের জন্য বাঁচি রচি নতুন জীবন
বদলে যাই ক্ষণে ক্ষণে উদ্দীপিত মন।
সদা নতুন আমিত্বের করি সন্ধান
আমার আমি অক্ষুণ্ণ রেখে, আমৃত্যু আত্ম সংগঠন।