আমার বাংলাদেশ  


হে বাংলাদেশ, তুমি আমার স্পন্দন,  
সবুজে ঢাকা সোনার ধানের কাব্যসম বন।  
নদীতটে বাজে মৃদুমন্দ বাতাস,  
তোমার মাটিতে মেলে মায়ার আভাস।  

তোমার বৃক্ষে ভেসে আসে গানের সুর,  
প্রভাতী আলোয় জাগে প্রাণের নূতন নূর।  
তোমার আকাশ, তোমার জলধি নীল,  
আমার হৃদয়ে সৃষ্টি কর হিল্লোলের ঢিল।  

মুক্তিযুদ্ধের সেই অতুলনীয় ইতিহাস,  
তোমার বুকে জাগ্রত বীরের নিশ্বাস।  
তোমার ভাষা, তোমার ঐতিহ্যের গান,  
আমার অস্তিত্ব, আমার শ্রেষ্ঠ সম্মান।  

তুমি জননী, তুমি চিরন্তন আশা,  
তোমার বুকে খুঁজে পাই জীবনের ভাষা।  
তোমার আলো ছড়ায় অভ্রান্ত পথের দিশা,  
তোমার ছায়া জুড়ায় ক্লান্ত পথিকের পিপাসা।  

বাংলাদেশ, তুমি আমার চিরকালীন স্বপ্ন,  
তোমার সুরে বাঁধি জীবনের জপমন্ত্র।  
তোমার জন্য উৎসর্গ করি প্রাণের দান,  
তোমার প্রেমে মুছে যায় সকল অমানিশার গান।  

বাংলাদেশ, তুমি আমার আলোকধারা,  
তোমার ছোঁয়ায় জীবন পায় নতুন সঞ্চারা।