বলেছিলে 'তুমি সুখী হবে'।
কে বলবে আমি সুখে নেই?
কী নেই আমার ?
ভালো চাকরি, গাড়ি, বাড়ি,ছিমছাম সাজানো গোছানো জীবন যাপন
দশ টা-পাঁচ টা অফিস, বিকেল টা চায়ের আড্ডায় আর সন্ধ্যা টা কবিতার খাতায় ।
কী নেই আমার ?
আমি শুধু জানি কী নেই আমার ।
আমার বাইকের পেছনে
আলতো করে ঘাড়ে হাত দিয়ে বসবার কেউ নেই,
প্রতিদিন ভেতর থেকে দরজা খুলবার কেউ নেই ।
রাতে দেরিতে বাসায় ফিরলে অভিযোগের কেউ নেই।
ঘুমে নাক ডাকার শব্দে বিরক্ত হবার কেউ নেই ।
কী নেই আমার ?
দু'চোখ ভরা স্বপ্নের ফোয়ারা আছে,
প্যাকেট ভর্তি সিগারেট,
আর রুম ভর্তি ধোঁয়া আছে।
নেই শুধু,
সিগারেট থেকে নিষেধের কেউ,
নেই কড়া গলায় একটু শাসনের কেউ।
তোমার লেখা শেষ চিরকুট টা আজও আছে যত্নে
" তুমি সুখী হবে।"
কে বলবে সুখে নেই আমি?
শুধু আমি জানি কী নেই আমার ।
বিশ্বাস করো,
আমার বিশ্বাসই হতে চায় না-
সেই অকর্মণ্য বাউণ্ডুলে ক্যামনে হলো এমন-
দশ টা-পাঁচ টা অফিস,
বিকেল টা চায়ের আড্ডায় আর সন্ধ্যা টা কবিতার খাতায় ।
এ তল্লাটের সবাই জানে
সুখী মানুষ বলতে যা বোঝায় সে টা আমি।
শুধু আমি জানি কী নেই আমার।
(24-03-2020, 10.30 pm)