কুরবানিটা নয়তো কেবল
গোশত পোলাও খাওয়া,
কুরবানিটা নয়কো শুধুই
রক্ত স্রোতে নাওয়া।
কুরবানি নয় পশুর শুধু
দমন পশুত্বের,
কুরবানিটার শিক্ষা যে হোক
শুধুই মহত্বের।
কুরবানিটা না হয় যেন
নাম ফলানোর পথ,
কুরবানিতেই থামে যেন
অহমিকার রথ।
কুরবানি হোক ঈর্ষা, দ্বেষ
হিংসা, অহংকার ,
কুরবানি হোক হিংস্র পশু
হৃদয়ে যার যার।
উচু নিচু ভেদ ভুলে আজ
সাম্যের গান গাই,
সবার ওপর মানুষ সত্য
তার উপরে নাই।
(১১ আগস্ট ২০১৯-রবিবার -ফয়লা)