কী দেইনি তোমায়?
আমার সম্পূর্ণ আকাশটাকে ই তো
তোমায় দিয়েছিলাম;
সব নীল ই তো তোমার আঁচলে জমিয়ে ছিলাম;
পেঁজা তুলোর মতো ভেসে যাওয়া
সব মেঘইতো তোমার চুলে জড়িয়ে ছিলাম;
কী দেইনি তোমায়?
আমার সব রং দিয়েই তো
তোমায় রাঙ্গিয়ে ছিলাম;
সেই রং তোমার কাজল হলো,
সেই রং তোমার পা রাঙ্গালো,
তোমার আবির রাঙ্গা চিবুক ওটাওতো
আমারই দেয়া;
কী দেইনি তোমায়?
আমার যা কিছু ছিল সব দিয়েছিলাম;
আমার যা কিছু ছিলা না তাও দিয়েছিলাম;
আমার স্বপ্নগুলো,
আমার কাব্য গুলো,
আমার গান,
আমার তানপুরার যত সুর,
সব....
সবই তো তোমার।
আর কী দিলে একটা হৃদয় কিনতে পারা যায়?
আর কী দিলে একটা জীবন পূর্ণ করা যায়?
আর কী দিলে ভালোবাসার পরিমাণ বোঝানো যায়?
কী দেইনি তোমায়?
কিন্তু তুমি?
হা..হা..হা..
তুমি দিয়ে গেলে ..
তুমি দিয়ে গেলে এক আকাশ সমান প্রতারণা;
মিথ্যার পরে মিথ্যা,
রাশি রাশি মিথ্যা প্রতিশ্রুতি।
রাশি রাশি মিথ্যা স্বপ্ন।
রাশি রাশি অভিনয়।
কী দেইনি তোমায়?
বলো?
আর কী দেয়া যায়?
০৩ মার্চ -২০২৪।