যাক-
কেউ একজন অন্তত আছে,
যার আমার কথা মনে পড়ে,
কেউ একজন অন্তত আছে
আমার অভাব বোধ করে,
সালাম বিনিময়ের,
শুভ বিকাল, শুভ সন্ধ্যা,
কিংবা এতো রাতে বাইরে কেন?
বলবার অভাব কেউ অন্তত বোধ করে।
সময় মত না খেলে, না ঘুমালে,
কিংবা রাতে পানি কম খেলে
মাথা ব্যথার টেনশনে
অন্য কারো ও মাথা ব্যথা হয়।
ঘরের ভেতর থেকে দরোজা খুলবার জন্য না হোক
মনের ভেতর থেকে অনুভবের
কেউ একজন আছে বোধ করি।
জ্বরে জল পট্টি না দিতে পারলে ও
একটু একটু কষ্ট কারো হয়।
স্বপ্নের পাতা ঝরতে ঝরতে মৃত প্রায়
হৃদয়ের শিকড়ে
কিঞ্চিত জলযোগ করে দিল
এই কেউ একজন।
দু: স্বপ্নের রাত চিরে চিরে
আবার বাঁচবার ঊষা উঁকি দিল
ঘুনে খাওয়া মনের কোণে।
সত্যি বলছি-
আবার আমি বাঁচতে চাই,
আবার আমি ছুটতে চাই,
উড়তে চাই দক্ষিণ গগনে,
যেখানে শঙ্খচিল ছায়া ফেলেছিল।
আবার আমি গাইতে চাই,
আবার আমি লিখতে চাই
কাব্যে ছন্দে ভরিয়ে দিতে চাই
গোটা পরিমণ্ডল।
যেহেতু-
কেউ একজন আছে।

২৯/১২/২০২০। রাত ৮.০০(ফয়লা)