হাজার জনে কষ্ট দিয়ে
করবে টা কী আর,
তুমি যখন কষ্ট মোছার
কোমল ইরেজার।
তোমার জন্য তুলে রাখি
অশ্রু ভেজা রাত,
বুভুক্ষু এ কবির তুমি
সানকি ভরা ভাত।
আমার যখন রাত্রি কাটে
ডুকরে ডুকরে কেঁদে,
তুমি তখন অপেক্ষাতে
আমার জন্য রেঁধে।
আমার সকল বীজ বুনেছি
দু:খ জ্বরার ক্ষেতে,
তুমি কি গো থাকবে বসে
শীতল আঁচল পেতে?
মেঘ বালিকা আমায় তুমি
শুধুই দিয়ে গেলে,
অঙ্কটা কি মিলিয়েছ
কি-ই বা তুমি পেলে?
তোমার মতো ব্যথার ব্যাথি
ক'জন পেল আর,
তুমি আমার কষ্ট মোছার
কোমল ইরেজার।
২৬ মার্চ ২০২১ বিকাল ৩.০০
(ফয়লা বাজার)