মাঝে মাঝে খুব ইচ্ছে করে
এমন একটা মানুষ যদি আমার থাকতো!!
না বললে ও যে বুঝে ফেলতো
আমার আজ বড্ড মন খারাপ,
ফোনে ‘হ্যালো’ শুনেই যে বুঝে ফেলতো
আমার খুব একা একা লাগছে
আমি ভালো নেই।
এলোমেলো চুল, লাল চোখ দেখেই
বলতো-
“ঘুম হয়নি রাতে?
কিসের এত টেনশন?
আমি আছি না”?
এমন একটা মানুষ যদি আমার থাকতো!!
যে আমার সব খেয়াল রাখতো... সব।
“চুল ছাটাওনা কেন?
এই টি শার্ট টা আর পরবে না,
অথবা এসো-তো নকগুলো কেটে দিই”
আমাকে একটু শাসন করার,
একটু আগলে রাখার,
জীবনটাকে একটু ছন্দে ফেরাবার
একটা মানুষ আমার নেই।
যার চোখের দিকে তাকালেই
হৃদয়টা জুড়ে একটা শীতল বাতাস বয়ে যায়।
শাসন আর ভালোবাসায়
শক্ত করে বুকের সাথে চেপে ধরবার
একটা মানুষ আমার নেই।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
এমন একটা মানুষ যদি আমার থাকতো!!
যে আমার ভালোবাসা বোঝে
অভিমান বোঝে, কান্না বোঝে,
আমার চোখে তাকিয়ে
যে পড়ে ফেলতে পারে
আমার ভেতর বাহির.... সব।
একটা মানুষ আমার নেই
আমার যে কোন অবস্থাতেই বলবে-
চিন্তা করো না,
আমি আছি না?
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
এমন একটা মানুষ আমার থাকুক
যার হাত ধরে আমি
গাঢ় অন্ধকারেও উদ্দাম ছুটে চলতে পারি
অনায়াসে।
খুব ইচ্ছে করে
যদি এমন একটা মানুষ আমার থাকতো
না বললে ও যে বুঝে ফেলতো
আমার আজ বড্ড মন খারাপ
আমার খুব একা একা লাগছে
আমি ভালো নেই।
এমন কেউ কি আসলেই নেই?
না-কি এক সমুদ্র আক্ষেপ নিয়েই
চলে যাব
অচিনপুরের অনন্ত যাত্রায়?
২১/১১/২০২৪ রাত ৯.০০ (ফয়লা)