তৈলের মূল্য বৃদ্ধি পেলে
সুকুমার দাদার বুদ্ধি মিলে
মাথা করেন ন্যড়া ।
ছ' মাস আর যাবে না সেলুনে
বাঁচল খরচ মেলা ।।
তারপর দাদা
কিনেছেন খানিক সর্ষের তেল
পায়ে পায়ে ফিরে এলেন গৃহে
বাজতেই কলিং বেল ....
বৌদি বলেন কে ?
দরজা খুলেই চমকে বলেন
এই ব্যটা তুই কে ?
আমি গো আমি
তোমার তৈল কুমার ....🙂
একি করেলে তুমি
কি করে চিনব আমি ?
সুকুমার দুঃখে বলেন,
তৈল শুধু মর্দনের জন্য
খাবার জন্য নহে ।।