তবুও পুরনো প্রেম নির্ঘুম
কফির চুমুতে রাত জাগে,
অবেলায় ডুবে বিরহের গানে ।
দুজনার পৃথক সংসার যেন সাজানো নির্বাসন
অজানা দূরত্বে, অথবা একই শহরে,
কে কোথায় ! কেউ জানে না ।
কখনো আবেগ থমকে যায়, বেলা থামে না ।
দেখার তিব্র ইচ্ছে নেই
তবুও মন পোড়ে, অঙ্গ পোড়ে দুজনার ..
অবসরে, নিরবতায়, অথবা কফির চুমুতে ।।