খুঁজে ফিরি অলি-গলি
ছড়ানো ছিটানো মায়া ,
ঘুরে ফিরি গ্রাম বাংলা
খুঁজে পাই শ্যামল ছায়া ।
সুরুজ উঠে সুরুজ ডুবে
যেতে যেতে পেয়ে যাই
মা, মাটি ও মায়া ।
বটের ছায়া
রাখালের বাঁশি
এখনো আছে এই বাংলায় ।
আছে বাঁদর নাচ
আছে সাপ লুডু, বাইসকোপ,
তিতাস মলম বিক্রয় বাজনা ।
কিছুই হারায়নি,
শুধু খুঁজে নিতে হয় ।