ভয় ও দুঃস্বপ্নে আজ
হৃদয়ের রং বদলায়,
জীবন ছোট্ট হয়।
অক্সিজেনে ভরা প্রকৃতি
তবে
নেয়ার ক্ষমতা হারায় ফুসফুস ।
চারিদিকে নিঃশ্বাস চুরি হয়,
কালো অন্ধকারে নিরব থাকে জোনাকি ।
স্বাধীনতা আজ সীমিত,
দেখা করা বারণ ।
কঠিন ব্যামোর ভয়ে
যেন গুহায় নিয়েছি আশ্রয় ।
চার দেয়াল তো বন্ধু নয়
বরং নিরাপত্তা ।
ক্ষমতা এবং বুদ্ধি যেন
গিয়েছে ছুটিতে ।
চেষ্টা অবিরত, মরছি শত শত ।
প্রখর দৃষ্টি আকাশ পাণে
সমাধান -
কবে পাবে, কে জানে ?
অপেক্ষায় রয়েছে এ ধরণীর
সকল মানব মানবী
আজ মন ভালো নেই ।
আকাশে শান্তি খুঁজি ।
ঘুম পায় না, শুধু চোখ বুজি ।