ওরা কথা বলতে বলতে দুপুরের খাবার খায়,
গল্প না হলে ওদের খাদ্য আড্ডা জমে না ।
সুতরাং খাবারে স্বাদ কম পায় ।
ওরা স্মার্ট ফোনে নজর রাখে
খাবারে হাত থাকে , মন থাকে না ।
ওদের খাবারে মনোযোগ নেই বললেই চলে
তাই পঞ্চ ইন্দ্রীয় স্বাদ, গন্ধ অনুভূতি
ঠিক-ঠাক পায় না ।
অনেক সময় ওদের পাকস্থলী জানেনা যে
খাবার আসছে তার কাছে ।
ওদের খাবার সুন্দর , ছবি প্রকাশ পায় ।
ওদের পঞ্চ ইন্দ্রীয় কাঁদে,
ওরা জানে না ।
ওদের কেন যে বদ-হযম হয়,
ওরা জানে না ।
ওরা একদা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে শুরু করে
আর অভ্যস্ত হয়ে যায় ।
ওরা আমাদেরই লোক, পরবর্তী প্রজন্ম
ওরা স্বাদে বঞ্চিত ।