' না ' শব্দটা  আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে ।
অনেক কিছুই এখন আর পারিনা ।
চাইলেই কিছু হতে পারি না
বুঝলেও কিছু বলতে পারিনা ।

এইতো বৃষ্টি হলে ভিজতে পারি না
মন চাইলেও মোগলাই পরোটা
খেতে পারি না ।

ইচ্ছে হলেই নিয়ম ভাংতে পারিনা ।
পারিনা আর রাত জাগতে,  
পারিনা স্কুল পালাতে,
খেলতে পারিনা গোল্লাছুট,
করতে  পারিনা  পেয়ারা চুরি,
খেতে পারিনা ফুচকা কিংবা ঝালমুড়ি ।


কেমন যেন সংক্ষিপ্ত
আমার পরিধি ।।